You are here
Home > দূরনীতি ও অপরাধ > আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ


এস,এম ইসাহক আলী রাজু নাটোর জেলা প্রতিনিধিঃ-

নাটোরে শহরের আলাইপুর এলাকায় ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- নাটোরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল (২৪) ও আনসার ভিডিপির সদস্য সোহেল রানা (৩৫)। তাদের দু’জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটনায় জড়িতদের শাস্তির দাবী করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে ছাত্র লীগ ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে জড়িতদের গ্রেফতারের জন্য।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর হাফরাস্তা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করার সময় বিএনপি কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষনের ঘটনা ঘটলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও ইজিবাইকে থাকা আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হয়।
বিএনপি দলীয় সুত্রে জানাযায়, সিংড়া উপজেলায় বিএনপির এক দলীয় কর্মসূচীতে যোগদানের জন্য দলের কিছু নেতা কর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আনসার সদস্য সোহেল রানা বলেন, তিনি অসুস্থতার জন্য ছুটিতে রয়েছেন। চিকিৎসার জন্য ইজিবাইকে করে নাটোর শহরে আসার সময় গুলিবিদ্ধ হয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। যাতে আর কোনও সংঘর্ষ না হয় এজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও শহরে পুলিশ টহল শুরু করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Top