You are here
Home > জাতীয় > সকলের সমান অধিকার এ দেশে আছে : প্রধানমন্ত্রী

সকলের সমান অধিকার এ দেশে আছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকলের সমান অধিকার এ দেশে আছে। সকলের সমান অধিকার এ দেশে থাকবে। এটাই আমরা বিশ্বাস করি।’

আজ বৃহস্পতিবার গণভবনে সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু বলতেও আমি রাজি না। আমি বলব আমাদের বাংলাদেশের নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান যারাই হোক সবাই সমান অধিকার নিয়ে বাস করে। এখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর কোনো প্রশ্নই ওঠে না।’

দেশের সব মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে, যার যার মতো ধর্ম পালন করবে, আবার উৎসবে সবাই এক সঙ্গে উচ্ছ্বাস করবে এমন সম্প্রীতির বাংলাদেশই সবার কাম্য বলে আশা করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও নির্যাতন হয়েছে। নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা যে ভয়ে থাকে, তা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Top