
এস এম ইকবাল হোসেন : বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে অনুষ্ঠিত শেষ টি-২০ ম্যাচের শেষ ওভারে পর পর দু’টি বাউন্সার দেয় শ্রীলংকান বোলার। কিন্তু দুঃখের বিষয় একটি বলও ওয়াইড কল করা হয়নি। উপরন্তু মোস্তাফিজুর রহমান রান আউট হওয়ায় মাহমুদুল্লাহর ক্রিজে যাওয়ার কথা। কিন্তু নির্লজ্জ আম্পায়ার মাহমুদুল্লাহকে ক্রিজ দেবেন না। এই অবস্থায় মাহমুদুল্লাহর সাথে আম্পায়ারেদের বাকবিতন্ডা শুরু হয়। সাথে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে আসার আহবান জানান। শেষ পর্যন্ত নির্লজ্জ আম্পায়াররা তাদের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে মাহমুদুল্লাহকে ক্রিজে যেতে দিতে বাধ্য হন। বাকিটা সবাই জানেন বাংলাদেশ এক বল হাতে থাকতেই জয়লাভ করে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। ভারতীয় স্পিন বোলার হরভজন সিং বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তার এরুপ বক্তব্যে হতবাক পুরো বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে তার সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে দেখি সমস্যা তার নামের ভিতর। ইংরেজি ডিকশোনারীতে হরভজন মানে a man having despicable personality. অর্থাৎ হীন/অধম/নীচ/ঘৃণ্য/জঘন্য ব্যক্তিত্ব। মানুষের নাম তার চরিত্রে প্রতিফলিত হয়ে থাকে। কাজেই তার মতো হীন/অধম/নীচ/ঘৃণ্য/জঘন্য ব্যক্তির কাছে এর চেয়ে ভাল কিছু আর কিই বা আশা করা যায়।