You are here
Home > জাতীয় > ১৫ আগস্ট ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেইঃ নাসিম

১৫ আগস্ট ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেইঃ নাসিম

বিশেষ প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক কাজ করে যাচ্ছে। তিনি গতকাল বিকেলে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়িতে অবস্থিত গাজীপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন এবং ‘মানসম্মত শিক্ষাব্যবস্থায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, গাজীপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডঃ মুঃ আবুল হাশেম, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাশিদা আফরোজা প্রমুখ।
এর আগে বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীর টাম্পাকো ফয়লস কারখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Top