
ইমন খান ঃ
আওয়ামীলীগ দলীয় সভানেত্রীর ধানমন্ডি ৩/এ কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। গাজীপুর থেকে প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে সকাল ১১ টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুস সোবাহান গোলাপ এর কাছে জমা দেন। এ সময় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে মূখরিত হয়ে উঠে পুরো ধানমন্ডি এলাকা। জয়বাংলা ও নৌকার শ্লোগানে কেপে উঠে ধানমন্ডি এলাকা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ জাহাঙ্গীর আলম বলেন,আমি গাজীপুর বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি বিগত ১৫ বছর ধরে,এবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা আমাকে মেয়র পদে আগেই বলে দিয়েছেন,সে হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আর বলেন,জনগন আমার পাশে আছে,বিগত দিনেও ছিল,নৌকায় বিজয় নিশ্চিত করে হারিয়ে যাওয়া সিটি নেত্রীকে উপহার দিব। তিনি আরও বলেন,আগামী ৮ ই এপ্রিল আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রধান প্রার্থী ঘোষনা করবেন,আমরা সে অপেক্ষায় আছি। এ ব্যপারে মোঃ আব্দুস সোবাহান গোলাপ বলেন,আগামী কাল সন্ধা ৭ টায় গনভবনে দলীয় প্রধান দেশরত্ম শেখ হাসিনা প্রার্থী ঘোষনা করবেন,আমরা অপেক্ষায় আছি আগামী সিটি নির্বাচনে গাজীপুর ও খুলনায় কে নৌকার প্রার্থী হবেন।