You are here
Home > সারা বাংলা > জেলার খবর > হরিপুরে ব্রীজের ছাঁদ ভেঙ্গে দুইজনের মৃতু

হরিপুরে ব্রীজের ছাঁদ ভেঙ্গে দুইজনের মৃতু


ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩নং বকুয়া ইউনিয়নে ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ১২ টার সময় ব্রীজে চাপা পরে নিহত ২ এবং আহত ৪ জন হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, হরিপুর উপজেলার বুজরুক নতুন ব্রিজের পাশে পরিত্যক্ত একটি ব্রীজের রড বের করার সময় ব্রীজের ছাঁদ ভেঙ্গে পরলে ঘটনার স্থলে দুইজনের মৃত্যু হয় এবং আরো দুইজন আহত হয়। ঠিকাদার রামবাবুর ব্রীজ লেভার উপজেলার জামুন মাশালডাঙ্গী এলাকার আঃ রউফ এর ছেলে তজিবুল রহমান (৪০), সহবুল ছেলে তরিকুল (২৬) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে এবং একই এলাকার গুল মোহাম্মদের ছেলে আখের আলী,শাম মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান আহত হয়েছেন।নিহতের ঘটনা স্থল থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নোওয়া হয়েছে। আহতের হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।
হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুলজ্জামান আমির বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ভাবে ব্যবস্তা নোওয়া হবে।

Leave a Reply

Top