You are here
Home > সারা বাংলা > সড়ক দূর্ঘটনায় নিহত আনিকার পরিবারের পাশে মেয়র জাহাঙ্গীর আলম

সড়ক দূর্ঘটনায় নিহত আনিকার পরিবারের পাশে মেয়র জাহাঙ্গীর আলম

ইমন খানঃ

গত ২০ শে মার্চ অফিস থেকে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত আনিকা তাবাসুমের পরিবারের হাতে নগদ ৫ লক্ষ টাকা তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। আজ সকালে নিজ বাসভবনে ডেকে নিয়ে নিহত আনিকার পিতা,মাতা,নানা,নানি ও ছোট ভাই মাহিমের উপস্থিতে পরিবারের দায়িত্ব নিলেন মেয়র নিজেই। এ সময় মেয়র শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,এই পরিবারের দায়িত্ব আমার কাছে,যখন যেটা প্রয়োজন হবে,সেটা করে দিব। আনিকার নানা ছোট ভাই মাহিমের চাকুরীর কথা বললে,মেয়র তাৎক্ষণিক তার চাকুরীর ব্যবস্থা করে দিবেন। সেই সাথে মাহিমের লেখা পড়া চালিয়ে যেতে বললেন,ডিপ্লোমা শেষ করে মাহিম সিটিতে চাকুরী নিতে পারবে। এ সময় পরিবারের পক্ষ থেকে মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন,তত্ববধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান কাজল,সহকারী প্রকৌশল মাইদুল ইসলাম,মোঃ ফারুক হোসেন, উপ সহকারী মোঃ সাদেকুল ইসলাম। সিটি কর্পোরেশনের বাসন আঞ্চলিক শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন জানান,নিহত আনিকা তাবাসুম বাসন আঞ্চলিক শাখার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল,ঐ দিন ছুটে শেষে বাসায় ফেরার পথে সড়ক দূূর্ঘটনায় মারা যায়। আমি মেয়র মহোদয় কে বিষয়টি অবহিত করি,তিনি আমাকে পরিবারের সকল খোজ খবর,দাফন কাফন সহ যাবতীয় দায়িত্ব দেন। আমি পরিবারের সাথে সব সময় যোগাযোগ রেখেছি। আজ মেয়র মহোদয় যে দায়িত্ব নিয়েছে,এতে নিহত পরিবারের সবাই খুশি।

Top