‘স্বাধীনতা বিরোধীদের অপরাজনীতির জন্য দেশ এগিয়ে যেতে পারেনি’ : নানক প্রচ্ছদ রাজনীতি সারা বাংলা জুলাই ২৫, ২০১৭জুলাই ২৫, ২০১৭0 বিশেষ সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতির নামে স্বাধীনতা বিরোধী ও তাদের পৃষ্ঠপোষকদের অপরাজনীতির জন্য দেশ এগিয়ে যেতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, যোগাযোগ, অর্থনীতি, মানব উন্নয়ন ও সুশাসন বিশ্বমণ্ডলে সফলতার এক মাইল ফলক স্পর্শ করেছে। জাহাঙ্গীর কবির নানক আজ রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া মহিলা কলেজের নবনির্মিত রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, অধ্যক্ষ এম এ ছাত্তার ও ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান। এর আগে নানক কলেজের অভ্যন্তরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত রাস্তার উদ্বোধন করেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com