You are here
Home > জাতীয় > স্বরাষ্ট্রমন্ত্রী মায়ানমার সফরে যাচ্ছেন সোমবার

স্বরাষ্ট্রমন্ত্রী মায়ানমার সফরে যাচ্ছেন সোমবার

স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে আগামীকাল সোমবার মায়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সঙ্গে ১২ সদস্যের একটি প্রতিনিধিদলও মায়ানমার যাবে।

মায়ানমারের রাজধানী নাইপিদোতে পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায়  সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। তিন দিনের এ সফরের শেষ দিনে প্রতিনিধিদলটির সঙ্গে সে দেশের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরকালে দুই দেশের প্রতনিধিদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হবে। এসব বৈঠকে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেয়াসহ বিভিন্ন বিষয়। এছাড়া দুই দেশের মধ্যে ‘সিকিউরিটি ডায়ালগ’ এবং ‘এস্টাবলিশমেন্ট অব বর্ডার লিয়াজোঁ অফিস’ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Top