You are here
Home > খেলাধুলা > সৌরভের গাড়ির সামনে পাকিস্তানি সমর্থকদের বিক্ষোভ

সৌরভের গাড়ির সামনে পাকিস্তানি সমর্থকদের বিক্ষোভ

ক্রিয়া প্রতিবেদকঃ আগামী রবিবার ওভালে ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। মাঠে নামার আগেই কিন্তু দু’দেশের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। গোটা ইংল্যান্ডও ইতিমধ্যে তার আঁচও পেতে শুরু করে দিয়েছে।

তবে সব কিছুর মধ্যেও পাকিস্তান সমর্থকদের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। ইংল্যান্ড বধের পরেই সাবেক ভারত অধিনায়ক ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর গাড়ির সামনে পাকিস্তানের পতাকা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন তারা। সম্প্রতি সামনে এসেছে সেই ভিডিও। এরপর থেকেই তাদের এমন আচরণ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

বর্তমানে ধারাভাষ্যের জন্য ইংল্যান্ডে রয়েছেন সৌরভ। সেই সূত্রেই ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যের পর গাড়ি নিয়ে স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলেন সৌরভ। তখনই তার গাড়ি ঘিরে ধরে একদল পাকিস্তানি সমর্থক। গাড়ির সামনে চাপড় মারা থেকে শুরু করে পাকিস্তানের পতাকা লাগিয়ে দেয়া সব কিছুই ছিল। এর পাশাপাশি ‘পাকিস্তান, পাকিস্তান’ করে চিৎকারও করছিলেন তাঁরা। এখানেই শেষ নয়, ভিড়ের মধ্যে থেকে কোনও একজন সমর্থক বলে ওঠেন, ‘পাকিস্তান তুমহারা বাপ হ্যায়। ’ যদিও গাড়ি থেকে বেরোননি সৌরভ। কিছুক্ষণ পরেই গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যান তিনি।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই ঘটনাটির সমালোচনা করেছেন। নিজেদের জয় পালন করতে অন্য দেশের প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে এরকম আচরণ করা কতটা সঠিক সেই প্রশ্নও উঠে আসছে।

Leave a Reply

Top