You are here
Home > বিনোদন > সেলেনাকে নিয়ে নতুন লড়াইয়ে বিবার

সেলেনাকে নিয়ে নতুন লড়াইয়ে বিবার

গত বছরের শেষ দিক থেকেই নতুন প্রেমে মজেছেন মার্কিন পপ গায়িকা সেলেনা গোমেজ। নতুন প্রেমিক দ্য উইকেন্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে তাকে। আর এটিই মেনে নিতে পারছেন না সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবার।

তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে উইকেন্ডকে নিয়ে তামাশায় মেতে উঠেছেন ২২ বছর বয়সী বিবার। সম্প্রতি অনুষ্ঠিত ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’-এ মনোনয়ন পেলেও সেখানে অনুপস্থিত ছিলেন তিনি। কারণ এতে পারফর্ম করেছিলেন র‌্যাপার উইকেন্ড। অনুষ্ঠান চলাকালে বিবার ইনস্টাগ্রামে লাইভে এসে উইকেন্ডকে নিয়ে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন রসিকতায়।

এর আগে একবার বিবার জানিয়েছিলেন, খ্যাতি পেতেই নাকি উইকেন্ডকে ব্যবহার করছেন সেলেনা। অবশ্য এতে কান দেননি জনপ্রিয় ওই গায়িকা। বরং তাদের প্রেম আরও বাড়ছে। জানা গেছে, ভালবাসা দিবস একসঙ্গে কাটিয়েছেন ওই প্রেমিক যুগল।

এদিকে সম্প্রতি ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় অন্য সবাইকে পেছনে ফেলেছেন সেলেনা গোমেজ। বর্তমানে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি।

Leave a Reply

Top