
পগর মাহমুদ সাগর :
দক্ষিন ছায়াবীথি মাধববাড়ী মোড়ে জাহাঙ্গীর আলম এর নৌকার পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারনা করেন।মাধববাড়ী মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সিনিয়র সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ, আব্দুল হাদী শামিম সদস্যা গাজীপুর মহানগর আওয়ামীলীগ, মজিবুর রহমান সংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামীলীগ, সনজিৎ মল্লিক বাবু সভাপতি মহানগর সেচ্ছাসেবকলীগ।আরো উপস্থিত ছিল জাহিদুল ইসলাম রবিন সাধারন সম্পাদক গাজীপুর জেলা ছাএলীগ, মারিফ দর্জি সাধারন সম্পাদক কাজী আজিমউদ্দিন কলেজ ছাএ লীগ। উক্ত পথসভায় সনাতনধর্মের অনেক নারী পুরুষ উপস্থিতি লক্ষ্য করা গেছে।সেচ্ছাসেবকলীগের নেতা সাইফুল্লাহ শাওন এর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়।