
মোংলা প্রতিনিধি মোঃ জাহিদ মোল্লা :
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের টহল দল সুন্দরবনে পৃথক অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত কঞ্চিরখাল সংলগ্ন এলাকা হতে বনদস্যু কর্তৃক জিম্মিকৃত ০২ জন জেলেকে উদ্ধার সহ ০১ টি ডাকাতের বোট আটক করে। উদ্ধারকৃত জেলেদের স্থানীয় ০৯ নং ওয়ার্ড (গাবুরা) ও ০২ নং ব¬ক বেতকাসী মেম্বারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও কোস্ট গার্ড এর পৃথক পৃথক টিম খুলনা জেলার দাকোপ থানার কেওড়াখালী এলাকা হতে বনদস্যু শরীফ বাহিনীর কবল হতে ০১ জেলেকে উদ্ধার করে সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। অপরদিকে দাকোপ থানার অন্তর্গত ঝনঝনিয়া খাল হতে বিষ প্রয়োগ করার অপরাধে ১২ জন জেলে,০৬ টি বোট, ১২,০০০ মিটার চরঘেরা জাল, ৮০০ কেজি বিষযুক্ত চিংড়ি, ৪ লিটার বিষসহ তাদের আটক করা হয় । আটককৃত মালামাল কালাবগি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয় । কোস্টগার্ডের আওতাধীন এলাকা সর্মূহে জেলেদের রক্ষায় কোস্টগার্ড সদস্যরা অভিযান জোরদার করছে । তাছাড়া জলদস্যু,বনদস্যু ও ডাকাত নিমূলে কোস্টগার্ড সবসময় নিয়মিত টহল জোরদার করেছে।