You are here
Home > দূরনীতি ও অপরাধ > সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

বিশেষ প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আবু সাইদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জাওয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

নিহত আবু সাইদ উপজেলার হাবিব পুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাওয়া বাজার সাহিত্য পাড়ার আব্দুল ওয়াদুদ ও হাবিব পুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আব্দুল কাহারের সমর্থক আবু সাইদসহ উভয়পক্ষের অন্তত ৩১ জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে আবু সাইদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাকি আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Top