You are here
Home > আন্তর্জাতিক > সিয়েরা লিওনে ভূমিধস, শতাধিক হতাহত

সিয়েরা লিওনে ভূমিধস, শতাধিক হতাহত

অনলাইন ডেস্ক :

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাওনের পাশে ভূমিধসে ১৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। স্থানীয় সময় আজ সোমবার ভোরে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ৩১২ জনের মৃত্যু হয়েছে।

ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর রিজেন্ট এলাকার অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ওই সময় ওই পাহাড়ি জনপদের অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, ‘ঘুমিয়ে থাকা অবস্থায় শত শত মানুষ মারা যায়।’ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘এটা ভয়াবহ একটা ঘটনা, যাতে আমিও শোকাহত।’

রেডক্রসের মুখপাত্র আবু বাকার তারাওয়ালিয়া বলেন, ফ্রিটাউন থেকে ১৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে রেডক্রসের আরেক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি বলেন, এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১২ ছাড়িয়ে যাবে।

এ ঘটনায় অন্তত দুই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। হতাহতের স্বজনরা রিজেন্ট এলাকার ভিড় করছেন।

সূত্র : বিবিসি

Leave a Reply

Top