You are here
Home > নির্বাচন > সিরাজগঞ্জে জাকের পাটির পথসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাকের পাটির পথসভা অনুষ্ঠিত

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

নির্বচনী সফরে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরার পথে জাকের পাটির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্তরে মঙ্গলবার রাত ২ টায় এক নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন।
তিনি জাকের পাটির সকল মনোনীত প্রাথীদের গোলাপ ফুল মার্কায় ভোট প্রদানের আহবান জানান। উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন খন্দকার সুলতান মাহমুদ, নাসির উদ্দিন, নারী নেত্রী সানজিতা তালুকদার হেনা সহ জাকের পাটির অনেক নেতা কর্মীর্ রা । আসন্ন একাদশ জাতীয় নির্বাচনি পথ সভায় রাতের তীব্র শীত উপেক্ষা করে শত শত জাকেরান আশেকান এই পথ সভায় উপস্থিত হন।

Leave a Reply

Top