সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে গৃহবধুর উপর হামলা জেলার খবর দূরনীতি ও অপরাধ নারী ও শিশু এপ্রিল ৩০, ২০২০এপ্রিল ৩০, ২০২০0 খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে পুর্ব শত্রুতার জেরে পারিবারিক কলোহের কারনে কথা কাটাকাটির এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলামের স্ত্রী সোনালী বেগমকে (৩০)মারপিট করে মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে একই পরিবারের জাহাঙ্গীরের স্ত্রী আসমা বেগম । এলাকাসুত্রে জানাযায়, দির্ঘ দিন থেকে রাজাপুর গ্রামের ইনসাব আলীর পুত্র জাহাঙ্গীর ও তার ভাই রফিকুল ইসলামের সাথে বসত বাড়ির যায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো । দুই ভাই কাজের সুবাদে ঢাকা ও বগুড়া থাকার কারনে দুই ভায়ের স্ত্রীর মাঝে পারিবারিক দন্দ লেগে থাকতো । আজ সকালে রফিকুলের স্ত্রী আসমা বেগম ও সোনালী বেগমের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসমা বেগম ও তার লোকজন সোনালী বেগমের উপর হামলা চালালে সে মাথায় গুরতর আঘাত পায় । তাৎক্ষনিক ভাবে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আশসাফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং স্থানীয় চিকিৎসক এনে প্রাথমিক চিকিৎসা দেন ও মানবিক দিক বিবেচনা করে তিনি চিকিৎসা খরচ বহন করেন । এব্যাপারে স্থানীয় স্বেচ্ছাসেবী সংঘঠন বর্নালী বেলকুচির প্রতিষ্ঠাতা মোঃ শাকিল আহমেদ ও মোঃ হাফিজুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রাম্য মাতব্বর ও সমাজসেবক আব্দুর রাজ্জাক মোল্লা ও আসিফ আকন্দকে সাথে নিয়ে আহত সোনালী বেগমকে দেখে মানবিক দিক বিবেচনা করে বর্নালী বেলকুচির সংঘঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেন এবং উপস্থিত পরিবারের লোকজনদের গোলযোগ ণা করার জন্য বুঝিয়ে চলে আসেন । এবিষয়ে রফিকুল ও জাহাঙ্গীরের সাথে মুঠোফনে কথা হলে তারা ঘটনার সত্ততা নিশ্চিত করেন এবং বিষয়টি ওতি দ্রুত মমাংসা করা হবে বলে জানান । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি বলে জানাযায় । Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com