
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ব্যাপারীকে হুমকী দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুুক চাঁন, এনায়েতপুর হাট কমিটির সাবেক সভাপতি আব্দুল খালেক, এনায়েতপুর থানা শ্রমিকলীগের সভাপতি আমির হামজা, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন প্রমুখ।
বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। মাদক মুক্ত করার কাজ করছে প্রশাসন। এনায়েতপুরেও তা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এনায়েতপুর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী ষড়যন্ত্র ও হামলা করার জন্য হুমকী প্রদান করছে। এই হুমকীর শিকার হয়েছেন এনায়েতপুরে খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন ব্যাপারী। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় এনে বিচার করবে প্রশাসন।