
খন্দকার মহাম্মাদ আলী , সিরাজগঞ্জ :
উল্লাপাড়া হাইওয়ে রাস্তায় অজ্ঞাত যুবক (৩০) এর লাশ উদ্ধার করেছে হাটিকুরুল হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার সন্ধা সাড়ে ৭ টায় উল্লাপাড়া পৌরসভাধীন ডক্টর হসপিটালের ৫০ গজ দূরে ও লুৎফর রহমানের ধানের চাতালের সামনে বাস থেকে সাদা চেক শার্ট ও পায়জামা পরিহিত অজ্ঞাত যুবকের লাশ ফেলে দেওয়া হয়।
হাটিকুরুল হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মাহ্ফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান যে এখনো অজ্ঞাত যুবকের পরিচয় মেলেনি, কিভাবে মারা গেছে তা সঠিক বোঝা যাচ্ছেনা, কোন গাড়ি থেকে লাশ টি ফেলে দেওয়া এ তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অপর দিকে সিরাজগঞ্জেরে কাজীপুর থানা পুলিশ এক অজ্ঞাত মহিলার (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নতুন মাইজবাড়ির যমুনার চর থেকে এসআই জুবাইদুল ইসলাম লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহিলার পরনে ছিল প্রিন্টের বোরকা ও কাঠালী রঙের শাড়ি। তার হাত ওড়না দ্বারা বাধা ছিল। কাজীপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।