You are here
Home > নারী ও শিশু > সিদ্ধিরগঞ্জে জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ

সিদ্ধিরগঞ্জে জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ

বিশেষ প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ বিরোধী শপথ পড়ানো হয়েছে। আজ সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক মন্ডলীসহ ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় প্রধান অতিথি মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে বিরোধী বিভিন্ন গঠনমূলক বক্তব্য দেন। পাশাপাশি সুন্দর দেশ ও সমাজ গঠনের লক্ষ্যে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Top