You are here
Home > আন্তর্জাতিক > সিডনি রেলস্টেশনে পুলিশের গুলিতে নিহত ১

সিডনি রেলস্টেশনে পুলিশের গুলিতে নিহত ১

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার ব্যস্ততম সিডিনি রেলওয়ে স্টেশনের বাইরে বুধবার সন্ধ্যায় বাদানুবাদের জের ধরে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ সশস্ত্র ডাকাতি হওয়ার খবর পেয়ে ওইখানে যায়। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি প্রাণ হারায়। খবর এএফপি’র।

নিউ সাউথ ওয়ালেসের পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় লোকটির হাতে একটি কাঁচি ছিল।

ফ্লোরিস্ট ম্যানুয়েল থোওহারাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গলায় একটি বোতল ধরে সে পুলিশকে ফোন করতে বলে।
লোকটি আমাকে বলে, নড়বে না। পুলিশকে ফোন করো।’ তিনি আরো বলেন, ‘আমি তার কাছ থেকে দৌঁড়ে দূরে সরে যাই। সে দোকান থেকে একটি কাঁচি তুলে নেয়। ’

পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার মার্ক ওয়াল্টন বলেন, ‘তার এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ তদন্তে সহায়তার জন্য পুলিশ প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Top