You are here
Home > নির্বাচন > সারা বাংলায় চমক দেখালেন গাসিক মেয়র

সারা বাংলায় চমক দেখালেন গাসিক মেয়র

ইমন খানঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা বাংলাদেশ যেমন প্রচারনায় ব্যস্ত তেমনি আরো বেশি ব্যস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি গতকাল ৫ টি জেলায় নির্বাচন উপলক্ষে প্রচারনায় গিয়েছিলেন। মেয়রের ব্যক্তিগত প্রেসউইং থেকে জানা যায়,সকাল সাড়ে ৮ টায় নিজ এলাকায় গাজীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহিদ আহসান রাসেল এর প্রচারনা শেষ করে, সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে মাগুরা পৌছান,সেখানে সাবেক সাংসদ ও মাগুরা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ সাইফুজ্জামান শেখর এর বাবার মৃত্যু বার্ষিকীতে যোগদান শেষে তার প্রচারনায় অংশ নিয়ে বিভিন্ন জায়গায় পথ সভা করেন গাজীপুরের এই তরুন মেয়র। মাগুরা শেষ করে আবার হেলিকপ্টার যোগে চট্রগ্রামে যান,সেখানে স্থানীয় একটি স্টেডিয়ামে খেলোয়ারদের সাথে মিলিত হয়ে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নির্বাচনী এলাকায় যান এবং সেখানে নির্বাচন নিয়ে তার খবরাখবর নেন।

বিকাল ৩ টায় আবার হেলিকপ্টার যোগে নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের এর নির্বাচনী এলাকায় যান এবং সেখানে ঘরোয়াভাবে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন গাজীপুরের এর তরুন তুর্কি। সেখান থেকে বিদায় নিয়ে আবার ঢাকায় আসতে সন্ধা হয়ে যাওয়ার কারনে সড়ক যোগে আবার মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মমতাজ বেগম এর এলাকায় কয়েকটি পথসভা ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন গাজীপুর মহানগরের এই হেভিয়েট নেতা। রাতে তার বাসভবনে আসতে সময় লেগেছে প্রায় ২ টা। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন মেয়রের বিশেষ সহকারী মোঃ আশরাফুল আলম রানা মোল্লা,এ্যাডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল ও সিটির ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Top