You are here
Home > প্রচ্ছদ > সাগরে ঘুরছে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে

সাগরে ঘুরছে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে নিম্নচাপে

স্টাফ রিপোর্টার : সাগরে ঘুরছে একটি লঘুচাপ। লঘুচাপটি সৃষ্টি হওয়ার স্বল্প সময়ের মধ্যেই কিছুটা শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গেলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এটা এ অবস্থায়ই ছিল। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হতে পারে। তবে আমেরিকান জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আগামীকাল বৃহস্পতিবার অথবা পরেরদিন শুক্রবার নিম্নচাপ হয়ে স্থলভাগে উঠে যেতে পারে।

উল্লেখ্য, গত বছর ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়। ২২ অক্টোবর এটা নিম্নচাপ রূপ নেয় এবং ২৫ অক্টোবর এটা ঘুর্নিঝড়ে ‘কায়ান্ট’- এ রূপ নেয়। এখনকার লঘুচাপটির সাথে গত বছরের লঘুচাপের অনেক মিল রয়েছে। খুব কাছাকাছি সময়ের মধ্যেই বর্তমান লঘুচাপটির সৃষ্টি হয়। এখন পর্যন্ত এটা নিম্নচাপে রূপ নিয়ে স্থলে উঠে যেতে পারে এমন পূর্বাভাস দেয়া হলেও এটা আরো শক্তিশালী হয় কি না তা বলার সময় আসেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Top