You are here
Home > আন্তর্জাতিক > সাগরতলে ৩০০ মূর্তির যাদুঘর!

সাগরতলে ৩০০ মূর্তির যাদুঘর!

আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে সাগরের তলদেশে যাদুঘর তৈরি করছে স্পেন। জানা যায়, সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। আর এগুলো তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী। বিশ্বে এই যাদুঘরটিই সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর হিসেবে খ্যাত।

মূর্তিগুলো লানযারোতের বাসিন্দাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর নির্মাণ করা হয়েছে। বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি হবেনা। পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়। তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।

Leave a Reply

Top