
বিশেষ সংবাদদাতা :
সাইফুল্লাহ শাওন জয়দেবপুরে রাজপথের লড়াই সংগ্রাম আন্দোলন এর একটি পরিচিত নাম।বাবা বীরমুক্তিযোদ্ধা মরহুম শহীদুল্লাহ বাচ্চু ছিলেন ১৯৭১ সালের ১৯শে মার্চ প্রথম সশস্ত্র যুদ্ধের নেতৃত্বদান কারীদের মধ্যে অন্যাতম।সাইফুল্লাহ শাওন ২০০২ সাল থেকেই ছালীগের সক্রিয় কর্মী ছিলেন।শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যার প্রতিবাদকারী দের অন্যাতম ।হত্যার পরেরদিন পূবাইল জয়দেবপুর সড়কটি সারাদিন শাওনের নেতৃত্বেই বন্ধ ছিল।ইয়াজউদ্দিন বিরোধী আন্দোলন এর সময় জয়দেবপুরে শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।প্রতিবেদক কথা বলেন সাইফুল্লাহ শাওনের সাথে, শাওন বলেন, দীর্ঘ দিন রাজপথে থেকে লড়াই সংগ্রাম আন্দোলন এর নেতৃত্ব দিয়েছি যখন আওয়ামীলীগ বিরোধী দলে ছিল তখন আমরা অল্পকিছু নেতাকর্মী জয়দেবপুর শহরে হরতাল মিছিল মিটিং করতাম।

বহুবার পুলিশের টিয়ারসেল লার্ঠিচার্জ এর সম্মুখীন হয়েছি।আমরা সংগঠনের দূরসময়ের কান্ডারী।২০০৫ সালের উপনির্বাচনের নৌকার কান্ডারী শহীদ আহসান উল্লাহ মাস্টার পুএ জাহিদ আহসান রাসেল ভাই এর সাথে থেকে ওই নির্বাচন রাসেল ভাইকে বিজয়ী করেছি।২০০৮ সালের সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখি। আমি শাওন দলের থেকে কোন সুবিধা নেই নাই।গাজীপুর শহরের অনেকের ফেইসবুকের টাইমলাইনে ঘুরে দেখা যায় অনেকেই অনেক সময় স্ট্যাটাস দিয়েছে বীরমুক্তিযুদ্ধার সন্তান সাইফুল্লাহ শাওন কে জয়দেবপুর থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দেখতে চায়। প্রতিবেদক শহরঘুরে দেখেন শহরে প্রত্যােক মোড়ে মোড়ে সাইফুল্লাহ শাওনের ফেস্টুন ।