You are here
Home > সারা বাংলা > জেলার খবর > সাইফুল্লাহ শাওনের উপর সন্ত্রাসী কতৃক গুলি বর্ষনের ঘটনায় জয়দেবপুর থানা মামালা দায়ের

সাইফুল্লাহ শাওনের উপর সন্ত্রাসী কতৃক গুলি বর্ষনের ঘটনায় জয়দেবপুর থানা মামালা দায়ের

গাজীপুর প্রতিনিধি ঃ

গত পহেলা আগষ্ট বীরমুক্তিযুদ্ধার সন্তান সাইফুল্লাহ শাওনের উপর সন্ত্রাসী কতৃক গুলি বর্ষনের ঘটনায় জয়দেবপুর থানা একটি মামালা শাওন নিজে বাদী হয়ে দায়ের করেন। মামলা নং ১৭ তারিখ ৩ |৮ |২০১৮।মামলার ধারা দেওয়া হয় ১৪৩,৩৪১,৩২৩,৩২৫,৩০৭,৪২৭,৫০৬ । শাওনের দায়ের কৃত মামলায় ৯ জন করে আসামী করা হয়।গাজীপুর জেলার বহুল প্রচলিত দৈনিক পএিকায় সন্ত্রাসী নাহিদ বাহিনীর এক সদস্য এর অস্ত্রসহ ছবি আসলে জয়দেবপুর এর জনগন হতভম্ব হয়ে যায়।এই অস্ত্রসহ ছবির যুবকের নাম আলিমুর জামান বাঁধন।কোন এক বেসরকারী ক্লিনিক এর দায়োয়ান হিসেবে আগে কর্মরত ছিল। সন্ত্রাসী নাহিদের পৃষ্ঠপোষকতায় বাঁধন ফুটপাতের দোকান থেকে চাঁদা তুলতো।এ থেকেই বাঁধন ধীরে ধীরে অন্ধকার জগৎ এ প্রবেশ করে।শাওন এর সাথে যোগাযোগে করা হলে শাওন বলেন, ধন্যবাদ গাজীপুর জেলা পুলিশকে আইগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি অন্যায় এর কাছে মাথানত করি নাই করব ও না।

Leave a Reply

Top