You are here
Home > প্রচ্ছদ > সরকার যখন যাকে প্রয়োজন অসুস্থ করে ফেলছে : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

সরকার যখন যাকে প্রয়োজন অসুস্থ করে ফেলছে : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

স্টাফ রিপোর্টার : সরকার যখন যাকে প্রয়োজন অসুস্থ করে ফেলছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে ছুটিতে গেছেন বলে সরকার জানালেও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন কথা বলা হয়েছে।

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির ছুটির বিষয়ে অসত্য কথা বলেছেন বলেও মন্তব্য করেন এ আইনজীবী নেতা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ছানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার উম্মে কুলসুম রেখা প্রমুথ। মানববন্ধন শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল করেন।

Leave a Reply

Top