You are here
Home > প্রচ্ছদ > সমবেদনা জানাতে এম কে আনোয়ারের বাসায় গেলেন খালেদা জিয়া

সমবেদনা জানাতে এম কে আনোয়ারের বাসায় গেলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সদ্য প্রয়াত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসায় গিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে তিনি এম কে আনোয়ারের এলিফ্যান্ট রোডের বাসায় পৌঁছান।

এসময় তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান। এরপর রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে যান।

এসময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাবিব উন নবী খান সোহেলও সঙ্গে ছিলেন। এর আগে, সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে এলিফ্যান্ট রোডের নিজ বাড়িতে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন এম কে আনোয়ার।

Leave a Reply

Top