সব বিরোধীপক্ষকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানালেন সোনিয়া আন্তর্জাতিক প্রচ্ছদ মে ২৬, ২০১৭1 আন্তর্জাতিক ডেক্সঃ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রার্থীর নাম ঘোষণার আগে সব বিরোধীপক্ষকে শুক্রবার মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রার্থী ঘোষণার আগে সব বিরোধীদের ঐক্যমতে পৌঁছনো প্রয়োজন। সেকথা আগে জানিয়েছিলেন তিনি। তাই বিরোধীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে সারতেই প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলতে চান কংগ্রেস সভানেত্রী। তবে জানা গেছে, তাৎপর্যপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি অন্যতম বিরোধী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এখনও পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে বিরোধীপক্ষের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলতে চান সোনিয়া। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার বদলে জনতা দলের (ইউ) হয়ে উপস্থিত থাকবেন শরদ যাদব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদব। সিপিএমের তরফ থেকে থাকছেন সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের কে ডি রাজা, বহুজন সমাজ পার্টির মায়াবতী এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকেরও এই মধ্যাহ্নভোজে থাকার কথা। তবে সূত্রের খবর, ডাকা হয়নি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। প্রসঙ্গত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রসঙ্গে মমতা জানিয়েছেন, এর আগের বার এপিজে আবদুল কালামের নাম প্রস্তাবের সময় সব বিরোধীরাই রাজি ছিলেন। এইবারও সেরকম হলে ভাল হয়। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com