
নিজস্ব প্রতিবেদক :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে. এম. নুরুল হুদা।
আজ রোববার সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত ‘বাংলাদেশে প্রবাসী ভোটাধিকার প্রবর্তন : সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন।
কে. এম. নুরুল হুদা বলেন, আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত। তবে এটা তাঁর ব্যক্তিগত মতামত বলেও তিনি জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগের নির্বাচনগুলোতে সেনা মোতায়েন করা হয়েছিল। তাই যদি প্রয়োজন হয়, আগামী জাতীয় নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হতে পারে।’