
গাজীপুর প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি একজন যুবক সাইফুল্লাহ শাওন।জয়দেবপুর এর রাজপথ এই যুবকের শ্লোগান এ কম্পিত হয়।সাইফুল্লাহ শাওন রাজপথে বিএনপি জামাত শিবির এর মূতিমান আতঙ্ক।বাবা মরহুম শহীদুল্লাহ বাচ্চু একজন বীরমুক্তিযুদ্ধা।জয়দেবপুর এর রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন সবসময় সাইফুল্লাহ শাওনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায়।
অনেক সাবেক ছাএনেতা বর্তমান ছাএ নেতারা সাইফুল্লাহ শাওন কে জয়দেবপুর থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে চান।এক প্রবীন রাজনীতিবীদ বলেন, সাইফুল্লাহ শাওনকে দলে যথার্থ মূল্যায়ন করা হোক।শাওন একজন মুক্তিযুদ্ধার সন্তান।তার বাবাও রাজাকারদের বিচারের দাবীতে সেচ্চার ছিলেন।জেলা আওয়ামীলীগের নেতা ছিলেন ও সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মৃত্যুর আগের পর্যন্ত ছিলেন।শাওন সংগঠনিক ছেলে, শাওনকে জয়দেবপুর থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি করলে সংগঠন আরো গতিশীল হবে।