You are here
Home > আন্তর্জাতিক > শ্রীলঙ্কায় ভূমিধসে ২৫ জনের প্রাণহানি

শ্রীলঙ্কায় ভূমিধসে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেক্সঃ মৌসুমী বায়ুর প্রভাবে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৪২ জন। এতে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে প্রায় ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেবর্দনা জানান, আগামী কয়েকদিনেও আবহাওয়া প্রতিকূল থাকবে। নদীর আশপাশ ও ভূমিধস প্রবণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অবস্থানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা উদ্ধারকর্মী ও দ্রাতব্য প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন স্থানে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেশটির নৌ-বাহিনীর একশ’ নাবিক ও অন্তত ২০টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিমান বাহিনী তাদের হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ বিতরণে সাহায্য করছে। মৌসুমী বায়ু প্রবাহের সময় ভারত মহাসাগরীয় উষ্ণমণ্ডলীয় এলাকায় ভূমিধসের ঘটনা নিত্য নৈমিত্তিক।

Leave a Reply

Top