You are here
Home > দূরনীতি ও অপরাধ > শ্রীপুরে সোনার দোকানের লুন্ঠিত মালামাল উদ্ধার: আন্ত: জেলার ১০ ডাকাত গ্রেফতার

শ্রীপুরে সোনার দোকানের লুন্ঠিত মালামাল উদ্ধার: আন্ত: জেলার ১০ ডাকাত গ্রেফতার

মোঃ নাজিম উদ্দিন :


 গাজীপুর জেলার শ্রীপুর থানার জৈনা বাজারে ডাকাতি হওয়া দুটি সোনার দোকানের লুন্ঠিত সোনা উদ্ধার হয়েছে। ঘটনার সাথে জড়িত এক মহিলা সহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১১ টায় গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার পিপিএম তার সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো, মনির মোল্লা(৩৮), আলমগীর হোসেন (৪০), রানু শেখ(৩৮), সাইদুর সরদার(৪৪), বাদশা প্রামানিক(৩৮), নামজুল(২৬), সঞ্জয় সরকার(৪০), সুজন(২৪), সুম্মা খাতুন(৩২), বিবেক পাল(৪২)।
উদ্ধারকৃত মালামাল হল, ৪৩ ভরি সোনা, দুই কেজি ৬শ গ্রাম রুপা, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩শত ২০ টাকা, ৭টি ককলেট, একটি চাপাতি,১টি মোটরসাইকেল।
অভিযানে ছিলেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ পিপিএমবার, পুলিশ পরিদর্শক আফজাল হোসেন, শ্রীপুর থানার এস আই শহিদুল ইসলাম মোল্লা।
প্রসঙ্গত: ১৫ নভেম্বর শুক্রবার সন্ধায় শ্রীপুর থানার জৈনাবাজারে গফুর সুপার মার্কেটে দুটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা গুলি করে ও বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি করে পালিয়ে যায়। ডাকাতদেন গুলিতে দোকানীসহ দুই জন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। ফলে তৎপর হয় পুলিশ। এই অবস্থায় ৮দিনে পুলিশ সফল হয়।

Leave a Reply

Top