You are here
Home > প্রচ্ছদ > শ্রমিককে সিটে বসিয়ে নিজেই রিকশা চালালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক !!!!

শ্রমিককে সিটে বসিয়ে নিজেই রিকশা চালালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক !!!!

স্টাফ রিপোর্টার :
সোমবার নাটোরে মে দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেন আইসিটি প্রতিমন্ত্রী। র‌্যালি শেষে প্রতিমন্ত্রী হতদরিদ্র মানুষদের মধ্যে রিকশা, রিকশা-ভ্যান ও একজন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তরের সময় তিনি রিকশা শ্রমকিকে সিটে বসিয়ে রাস্তায় প্রকাশ্যে রিকশা চালান।

স্থানীয়রা জানায়, প্রতি বছর মহান মে দিবস স্মরণে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শ্রমিকদের মাঝে রিকশা ও ভ্যান বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সিংড়া বাসস্ট্যান্ডে ১০ জন শ্রমকিকে ১০টি রিকশা ও ভ্যান এবং যাবতীয় অনুদান বিতরণ করেন প্রতিমন্ত্রী।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মে দিবসের এক র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি সিংড়া বাস টার্মিনাল থেকে শুরু হয়ে উপজেলা চত্বর সংলগ্ন রাস্তা পরিভ্রমণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মে দিবসের এক আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী এক রিকশাচালককে সিটে বসিয়ে রিকশা চালান। তিনি প্রকাশ্যে রিকশা চালিয়ে বাস টার্মিনাল এলাকা ঘুরে ফের সভায় মিলিত হন।

Leave a Reply

Top