You are here
Home > প্রচ্ছদ > শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নাঃ খালেদা

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নাঃ খালেদা

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেছেন, হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তাদের গুণ্ডা বাহিনীর কার্যকলাপ দেশের মানুষ দেখেছে। এই অবস্থায় হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান।

Leave a Reply

Top