You are here
Home > বিনোদন > শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে কপিল

শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে কপিল

বিনোদন ডেস্কঃ সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে কপিল শর্মার। সুনীল গ্রোভারের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর থেকে তার সাথে কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে তার জীবনে। একের পর এক সহকর্মী শো ছেড়ে চলে যাওয়া থেকে শুরু করে শোয়ের কমতে থাকা টিআরপি, সবকিছু নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান।

সম্প্রতি অবশ্য নিজের ডুবতে থাকা টেলিভিশন ক্যারিয়ারে একটু আশার আলো দেখতে শুরু করেছিলেন কপিল। শোয়ের টিআরপি আবার বাড়তে শুরু করেছিল। বলিউড অভিনেতা সালমান খানের সৌজন্যে আরও দুই মাস ‘দ্য কপিল শর্মা শো’ চালিয়ে যাওয়ার সুযোগও পেয়ে গিয়েছিলেন তিনি। আর এত বিতর্ক সত্ত্বেও তার এই কমেডি শো নির্বাচিত হয়েছে ভারতের দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য।

কিন্তু এর মধ্যেই ঘটে গেল নতুন বিপত্তি। শোনা গেছে, পরেশ রাওয়ালের নতুন ছবি ‘গেস্ট ইন লন্ডন’-এর জন্য প্রমোশনাল এপিসোডের শুটিং চলছিল কপিলের সেটে। শুটিং চলাকালীন আচমকা সেটেই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় এই কমেডিয়ান। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন কপিলের সহকর্মী কিকু শারদা। তিনি জানান, উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছিল কপিলের। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। কমেডিয়ানের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত এদিনই দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাওয়ার কথা ছিল কপিলের। কিন্তু অসুস্থতার জন্য তা আর নিজের হাতে নেওয়া সম্ভব হচ্ছে না অভিনেতা-কমেডিয়ানের। ২০১৪ সালেও দাদাসাহেব সম্মান পেয়েছিলেন কপিল। সে সময়ও শুটিংয়ের জন্য দেরি হয়ে যাওয়ায় নিজে গিয়ে আর অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেননি তিনি। পরে উদ্যোক্তাদের থেকেই অ্যাওয়ার্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। আর এবার পারলেন না অসুস্থতার জন্য।

Leave a Reply

Top