শাহজালালে পৌনে তিন কেজি স্বর্ণসহ যাত্রী আটক জাতীয় প্রচ্ছদ জুলাই ২৩, ২০১৭জুলাই ২৩, ২০১৭0 স্টাফ রিপোর্টারঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৮৯৪ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নুরুল হক (৪২) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি শরিয়তপুরে। বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, রোববার বেলা ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইটে ওই যাত্রী কলম্বো থেকে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন তিনি। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কোমরে দুটি হলুদ স্কচটেপে মোড়ানো বান্ডিল থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ১ কেজি ওজনের ২টি, ১০০ গ্রাম ওজনের ৪টি এবং ৪৯৮ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়িতে তার মুদি দোকান, বিউটি পার্লার এবং কেবলের ব্যবসা রয়েছে। এ স্বর্ণ তিনি নিজেই বেশি মুনাফার লোভে ক্রয় করে নিয়ে এসেছেন। মালয়েশিয়া থেকে ঢাকায় প্রতিদিন ৯টি সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি কাস্টমসের চোখ ফাঁকি দেয়ার উদ্দেশ্যে শ্রীলঙ্কায় ট্রানজিট করেন। এর আগে রোববার সকালে সিলেট ওসমানি বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আবুধাবি থেকে আগত বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ আটক করা হয়। আটক স্বর্ণের দাম ১ কোটি ৬০ লাখ টাকা। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com