You are here
Home > সারা বাংলা > জেলার খবর > শার্শার আওয়ামীলীগ দুই গ্রুপের সংঘর্য আহত-৪

শার্শার আওয়ামীলীগ দুই গ্রুপের সংঘর্য আহত-৪

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শার ইউনিয়নের শ্যামলাগাছী গ্রাম ও ঝিকরগাছার নন্দির ডুমুরিয়া গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আওয়ামীলীগ কর্মী এমপি আফিল পন্থী ও এমপি নাসির পন্থিরা বিপ্লব হোসেন(৩০) আহত হয়েছে।

আহতরা হলেন শ্যামলাগাছী গ্রামের ইমদাদুল হক (৩৩)পিতাঃ ওসমান আলী, ইব্রাহিম হোসেন পিতাঃ সহিদুল ইসলাম, সূবর্ণখালী গ্রামের সাইফুল ইসলাম পিতাঃ বজলুর রহমান, ঝিকরগাছা থানাধীন নন্দির ডুমুরিয়া গ্রামের বিপ্লব হোসেন (৩০)পিতাঃ শাহাজাহান আলী। আহত এমপি পন্থি আওয়ামীলীগ কর্মীরা জানান এই হামলায় মেয়র গ্রুপের রেজাউল,সাজু, রাজু,সেন্টু,শাওন ও মকলেস জড়িত ছিলেন। অপরদিকে ঝিকরগাছার থানাধীন নন্দির ডুমুরিয়া গ্রামের মুসা বাহিনীর আওয়ামীলীগ কর্মীদের হামলায় বিপ্লব হোসেন আহত হয়েছেন।

আহত বিপ্লব জানায় সে ভোটের দিন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মুসা বাহিনীর ২০-২৫ জন এসে তাকে মারধর করে। চায়ের গরম ফুটানো পানি তার পেটে ঢেলে দেয়। আহত বিপ্লব সহ সবাই এখন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরাকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের পরিবার এই হামলার সুষ্ঠ বিচার দাবী করেন। শার্শা থানায় এ ব্যাপারে কোন অভিযোগ ও মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Top