You are here
Home > খেলাধুলা > লিওনেল মেসির সেঞ্চুরির রাতটা স্মরণীয় করে রাখল বার্সেলোনা

লিওনেল মেসির সেঞ্চুরির রাতটা স্মরণীয় করে রাখল বার্সেলোনা

লিওনেল মেসির সেঞ্চুরির রাতটা স্মরণীয় করে রাখল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে অলিম্পিয়াকসকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল।

ম্যাচের ১৮তম মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় প্রতিপক্ষের ভুলে। গ্রিক ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউয়ের আত্মঘাতী গোলে লিড পায় স্বাগতিকরা। ৪২তম মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। হাত দিয়ে বল জালে ঠেলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার পিকে।

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন কিং লিও। মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় একশ গোল করলেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এর আগে একই ঘরে নাম লেখান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর তিন অঙ্ক ছুঁতে লেগেছিল ১৪৩ ম্যাচ। সেখানে মেসির লাগল মাত্র ১২২ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে মেসির মোট গোল ৯৭টি। আর রোনালদোর গোলসংখ্যা ১১০টি।

৬৪তম মিনিটে বার্সার স্কোরলাইন ৩-০ করে লুকাস দিনিয়ে। ৮৯তম মিনিটে সান্ত্বনার গোলটি করেন নিকোলাউ। হেডে বল জালে জড়ান শুরুতে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডার। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি। ফলে ৩-১ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। গ্রুপের অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্পোর্টিং। পয়েন্টের খাতা খুলতেই পারেনি অলিম্পিয়াকস।

Leave a Reply

Top