You are here
Home > আন্তর্জাতিক > রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ রয়েছে ব্রাজিলেরও

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ রয়েছে ব্রাজিলেরও

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দে ওলিভিয়েরা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের উদ্বেগ রয়েছে। আমরা এ ঘটনায় শোকাহত। এখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটি অচিরেই বন্ধ হওয়া দরকার। রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে ইংরেজি দৈনিক ডেইলি সানের কনফারেন্স কক্ষে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীও এ সময় উপস্থিত ছিলেন।

ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। আমি অচিরেই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যেতে চাই। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।

বাংলাদেশের ব্রাজিল ফুটবলের অগণিত ভক্ত দেখে তিনি বলেন, আমি পুরান ঢাকায় ব্রাজিলের ফুটবল সমর্থনের দেয়াল চিত্র দেখে বিস্মিত হয়েছি। এখন দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য নেই। যা হচ্ছে তা আরও বাড়াতে উভয় দেশের বেসরকারি খাতের অর্থাৎ ব্যবসায়ীদের দুই দেশ ভ্রমণের বিকল্প নেই।

Leave a Reply

Top