You are here
Home > সারা বাংলা > জেলার খবর > “রোগীদের খাদ্য তালিকায় যখন পঁচা ডিম”

“রোগীদের খাদ্য তালিকায় যখন পঁচা ডিম”

বিশেষ প্রতিনিধি :

ডিম প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ায় তা শরীরের জন্য অত্যন্ত উপকারী।  শরীর দূর্বল হলে ডাক্তার সকালবেলার নাশতায় ডিম খাবার পরামর্শ দিয়ে থাকেন।  মেহেরপুর সদর হাসপাতালে রোগীদের সকালের খাদ্য তালিকায় ২টি সিদ্ধ ডিম,২টি পাকা কলা,২টি পাউরুটি দিয়ে থাকেন যেসব রোগী বেড পেয়েছেন আর যারা বেড পাননি তাদের জন্য ১টি সিদ্ধ ডিম,১টি পাকা কলা,১টি পাউরুটি। বেশ পরিপাটি সকালের নাশতা। বেড না পেয়ে ফ্লোরে জায়গা পেয়েছেন রহিমা বেগম (ছদ্মনাম), সকালের নাশতায় পেয়েছেন ১টি সিদ্ধ ডিম,১টি কলা,১টি পাউরুটি। নাশতা খেয়ে ঔষধ খেতে হবে তাই ডিমের খোসা ছাড়ানোর কথা ভাবলেন,খোসা ছাড়াতে গিয়ে বাঁধলো বিপত্তি। একি!! ডিমের উপর ভালো হলেও ভিতরটা সম্পূর্ণ খাবার অনুপযোগী দুর্গন্ধ ও পঁচা। খাবার পরিবেশনের দায়িত্বে থাকা কর্মচারীকে দেখালে, ডিমটি ফেরত নিয়ে আরও একটি ডিম দিলেন। কিন্ত প্রশ্ন রোগীদের খাদ্য তালিকায় পঁচা ডিম কেন??বিষয়টি জানতে চায়লে জানা যায়,এখানে সব ডিম টাটকা আনা হয় ও সিদ্ধ করা হয়। তাহলে পঁচা ডিম আসলো কি করে। ঘটনাটি আজ সকাল ৯ ঘটিকায় মেহেরপুর সদর হাসপাতালের ২তলায় চোখে পড়ে। অনুসন্ধান করে ঘটনার গভীরে যাওয়া হয়তো ঠিক হবেনা কিন্তু গভীরে যাবার একান্ত দায়িত্ব কর্তৃপক্ষের।  আশাকরি রোগীদের চিকিৎসার পাশাপাশি খাবার পরিবেশনের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন

Leave a Reply

Top