রিপন সরকারের ঈদ সামগ্রী পাচ্ছে প্রতিবন্ধিরাও প্রাকৃতিক দূর্যোগ মে ২২, ২০২০মে ২২, ২০২০0 গাজীপুর প্রতিনিধিঃ কাশিমপুর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রিপন সরকারের ঈদ সামগ্রী পাচ্ছেন প্রতিবন্ধিরাও। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে পবিত্র ঈদ কে সামনে রেখে করোনার মোকাবিলার অংশ হিসেবে ৫০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। এতে করে সব বয়সের মানুষের মাঝে ও বিশেষ করে প্রতিবন্ধিরাও পাচ্ছে। এ ব্যাপারে রিপন সরকার বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় যুবলীগ, গাজীপুর মহানগর যুবলীগের অনুপ্রেরণায় কাশিমপুরের ১ থেকে ৬ নং ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন,মাননীয় মেয়র তার নিজস্ব উদ্যোগে যে ভাবে মানুষের জন্য ঝাপিয়ে পড়েন,আমরা তাকে অনুসরণ করি। রিপন সরকার বলেন,এলাকার সকল ধনাঢ্য ব্যক্তিদের বলবো এই করোনা মোকাবেলায় অসহায় মানুষের পাশে থাকেন,তাদের খোজ খবর নেন। এটার নামই মানবতা। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com