You are here
Home > সারা বাংলা > জেলার খবর > রাস্তা করার জন্য বাড়িওয়ালাদের সহযোগিতা চাইলেন মেয়র

রাস্তা করার জন্য বাড়িওয়ালাদের সহযোগিতা চাইলেন মেয়র

ইমন খান ঃ

 আপনারা চাইলে রাস্তা প্রসস্থ করব,না হয় করবো না। নির্বাচনের আগে আপনাদের কথা দিয়ে ছিলাম,এখন কথা রাখার সময় এসেছে। এই সিটির প্রতিটি রাস্তার প্রসস্থ হব ৩০/৪০ ফিট,এতে নগরের যত বাড়িওয়ালা ও মিল ফ্যাক্টরীর মালিক আছে সকলের সহযোগিতা চাই। সরকারী ছুটির দিনে নগরের ৩২ নং ওয়ার্ড বাড়িওয়ালাদের নিয়ে রাস্তা প্রসস্থ করণের মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন,গাজীপুর সিটির মেয়র আলহাজ¦ এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। এই সিটি মেয়র আরা বলেন,আগামীতে আপনারা আমাকে ভোট না দিলেও সমস্যা নাই,প্রয়োজনে নির্বাচন করবো না,কিন্তু নগর কে নগরের মত গড়ে তুলবো। তিনি আরো বলেন,আমাকে সুযোগ দিলে ও সহযোগিতা করলে একসাথে আমি ৭ শত কিলোমিটার রাস্তার কাজ ধরবো। প্রতিদিন নগর ভবনের অফিসের কাজ শেষ করে ইঞ্জিফিতা নিয়ে সহকর্মীদের সাথে রাস্তা প্রসস্থ করণের ব্যাপারে নিজেই মেপে চলেছেন।

নগরের এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত রাস্তা মেপে চলেছেন সিটির এই মেয়র। গত শনিবার মেয়রের নিজ বাসভবনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল বাড়িওয়ালাদের সাথে কথা বলেন এবং মেয়র নিজেও তাদের মতামত নেন। কিছু বাড়িরমালিক আপত্তি তুললেও পরে মেয়রের প্রতিশ্রুতির কাছে সবাই হার মেনে.রাস্তা করণের ব্যপারে মেয়র কে সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ^াস দেন। রাস্তা প্রসস্থ করতে গিয়ে মসজিদ ও মাদ্রাসার যাবতীয় দায়িত্ব মেয়র নিবেন বলে সকলকে আশ^স্ত করেন।

Leave a Reply

Top