You are here
Home > Uncategorized > রাস্তাঘাট প্রসস্থ হলে,মানুষ উন্নত জীবন পাবে– মেয়র জাহাঙ্গীর আলম

রাস্তাঘাট প্রসস্থ হলে,মানুষ উন্নত জীবন পাবে– মেয়র জাহাঙ্গীর আলম


ইমন খানঃ

যে শহরের রাস্তা যত উন্নত, সেই শহরের মানুষ তত উন্নত। মুখে বলি রাস্তা প্রসস্থ করতে হবে,নিজের জমির বেলায় বলি ১ ফিটও দেওয়া যাবে না। এই মিথ্যা কথা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে,মানুষের জন্য কষ্ট করলে আল্লাহ পাকও খুশি হন। মসজিদ মাদ্রাসা,মন্দির করলে,শুধু ধর্মীয় লোকের কাজ হয়,আর রাস্তা করলে সকল ধর্মের লোকের উপকার হয়। জাতীয় শোক দিবসে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানবিক মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। ৩১ শে আগষ্ট বেলা ১১ টায় গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাওয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এস এম আকরাম হোসেন ও গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এস এম আলতাব হোসেনের সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন এস এম আকরাম হোসেন। তার নিজ বাড়িতে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলম,মহানগর আওয়ামী লীগের সদস্য ফাইজুল আলম দিলীপ,গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আল আসাদ মনির,গাজীপুর মহানগর আওয়ামী মটর চালক লীগের সভাপতি আব্দুস সোবাহান,১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন মন্ডল প্রমূখ।

Top