You are here
Home > সারা বাংলা > জেলার খবর > রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে খড়া জাল দিয়ে মাছ ধরা আড়ার বাঁশ থেকে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় নিখিল সাহা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখিল উপজেলার কুনৌজ গ্রামের মৃত জিতেন্দ্রনাথ সাহার ছেলে । গতকাল সোমবার দুপুর নাগাদ নওগাঁর ছোট যমুনা নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।

পারিবারিক ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিখিল সাহা রবিবার সুন্ধ্যায় বাড়ী থেকে বেড় হয়ে যায় । এর পর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওই রাতেই সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলাতে পারেনি। সোমবার সকালে উপজেলার কাশিমপুর পোস্ট অফিসের উত্তরে নওগাঁর ছোট যমুনা নদীতে জেলেদের খড়া জাল দিয়ে মাছ ধরা আড়ার বাঁশের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় নিখিলের ঝুলন্ত লাশ দেখতে পায় । এর পর স্থানীয় লোকজন তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার লাশ সনাক্ত করে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর নাগাদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে সে আতœহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি কেউ ।
নিখিলের বড় ভাই জীবন সাহা জানান, নিখিল দীর্ঘ দিন ধরে মানসিক ভারসম্যহীনতায় ভ’গছিলেন। এর আগেও একবার সেই গলায় দঁড়ি দিয়ে আতœহত্যার চেষ্টা করেছিল।
রাণীনগর থানার ওসি মো¯তাফিজুর রহমান জানান, নিখিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি সে আতœহত্যা করেছে এবিষয়টি ময়না তদন্ত রির্পোট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।#

Leave a Reply

Top