
ক্যাপশনঃ-রাজাপুরের নদীতে ভাসছে মৃত ডলফিন।
জাকির সিকদার,রাজাপুর (ঝালকাঠি) ঃ
ঝালকাঠি জেলার রাজাপুর-ভান্ডারিয়া ভারানী নদীতে ভাসতে দেখা গেছে এক বিশাল মৃত ডলফিন।মৃত ডলফিন মাছটি দেখতে শুক্রবার সকালে ভীর জমায় ফুলহার গ্রামের বহু কৌতুহলী মানুষ।
ধারনা করা হচ্ছে ৭ ফুট দৈর্ঘের মাছটির ওজন কমপক্ষে ৭ মন হতে পারে।মাছটির পেট ফাটা অবস্থায় স্থানীয় লোকজন নদীতে ভাসতে দেখে।অনুমান করা হচ্ছে মাছটি সাগরেই কমপক্ষে ৫/৬ দিন আগে মারা গেছে।এর পরে সাগর থেকে ভাসতে ভাসতে ঐ নদীতে জোয়ারের পানির সাথে মৃত ডলফিন মাছটি প্রবেশ করে।
উপজেলা মৎস কর্মকর্তা রমনী চন্দ্র মিস্ত্রী জানান,সাগরের পানি ডলফিন মাছটির অনুকূলে না থাকার কারনে মাছটির মৃত্যু হতে পারে।