
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় চলছে আগামী উপজেলা নির্বাচনের গুনজন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক ঘোষনার পর থেকেই রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থনকারীদের প্রচার প্রচারনা। অনেকেই তাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সমর্থন ও দোয়া চাচ্ছেন। এরিই মধ্যে বিভিন্ন চায়ের দোকানে আড্ডায় উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মুখে শুরু হয়েছে আলাপ আলোচনা। এতে আওয়ামী লীগ অনেকটা সরব হয়ে উঠলেও চুপচাপ রয়েছে বিএনপি। ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত রাজাপুর উপজেলা। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধাক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। তারা তিন জনই আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ন পদে রয়েছেন।
এবিষয়ে উপজেলার সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজাপুর উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম খান বলেন, আমি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষন করেছি। বিগত দিনেও আমি নির্বাচনে অংশগ্রহন করেছি।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজন সম্ভব্য প্রার্থী হিসেবে রয়েছেন বলে সূত্রমতে জানাযায়।