
জয়দেবপুর শহরের প্রধান সড়ক রাজবাড়ী রোডে শতশত মানুষের সামনে মো. মামুন নামে এক লোকের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ নয় হাজার পাঁচশত টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর শহরের চিহ্নিত ছিনতাইকারী রয়েল, রবিন ও রেজার নেতৃত্বে এই ছিনতাই সংঘটিত হয়। মামুন রাজবাড়ীর সামনের টেম্পু স্ট্যান্ড এর সিরিয়াল মাস্টার এর কাজ করে। রয়েল, রেজার নেতৃত্বে ছিনতাইকারীরা মামুনকে ছুরি মারার ভয় দেখিয়ে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পারিয়ে যায়।