রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর প্রচ্ছদ রাজনীতি অক্টোবর ৩১, ২০১৭অক্টোবর ৩১, ২০১৭0 স্থানীয় প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অার তফসিল ঘোষণা করা হবে আগামী ৫ নভেম্বর। মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে বৈঠকে নির্বাচনের সার্বিক বিষয় উপস্থাপন করে সচিবালয়। আলোচ্যসূচিতে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি আলোচনার পর রাখা হয় রংপুর সিটি নির্বাচনের বিষয়টি। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশাবলি হালনাগাদ বিষয়েও সভায় আলোচনা হয়। ইসির সূত্র জানায়, নভেম্বরের ৫ তারিখ তফসিল ঘোষণা করে ডিসেম্বরের ২১ তারিখ রংপুর সিটিতে ভোটের মাধ্যমে ছয় সিটির ভোট শুরু করবে ইসি। এ ছাড়া রংপুর সিটিতে পরীক্ষামূলকভাবে দুটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা নেয়া হয়েছে। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com