You are here
Home > বিনোদন > যেমন চলছে পরীমনির প্রেম

যেমন চলছে পরীমনির প্রেম

বিনোদন ডেস্ক :

পরীমনি মানেই নো হাইড অ্যান্ড সিক, পরীমনি মানেই স্ট্রেইট কাট বা সোজাসাপ্টা। তামিমের সাথে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির প্রেমের সম্পর্ক। দুজনই সোশাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্ম ফেসবুকে বিষয়টি স্বীকার করে নিয়েছেন। প্রেমিকের সাথে এখানে সেখানে ঘুরে বেড়ানোর তথ্য ও ছবি নিয়মিত আপডেট করেন পরীমনি।

দুজনের ভালোবাসার পারদ এখন বেশ উর্ধ্বমুখী। গতকালের পোস্ট করা প্রেমিকের সাথে বেশ অন্তরঙ্গ ছবি দেখে না কথার সাথে দ্বিমত করার কোনো কারণ নেই। আলো আঁধারিতে পরীমনিকে প্রেমিক তামিমের সাথে বেশ অন্তরঙ্গভাবেই দেখা গেল। একটি ছবিতে আবার তামিম পরীমনির কপালে ঠোঁট ছুঁইয়েছেন। বেশ আবেগঘন সে দৃশ্য।

অপর একটি ছবিতে তামিমের হাতে পরীমনি ঠোঁট ছুঁইয়েছেন। অন্য ছবিগুলোতে পরীমনিকে দেখা যায় তামিমের কাঁধে মাথা রাখতে।

যাইহোক, ছবি দেখে যায় তামিম-পরীর প্রেম এখন বর্ষার মাঝনদীর মতো নাব্যতায় প্রবাহমান।
আগামী ৩ নভেম্বর দেশব্যাপী এক শ’র বেশি সিনেমা হলে মুক্তির প্রক্রিয়া চলছে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।

Leave a Reply

Top